সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাড়াটিয়া সেজে সম্মোহনে নারীদের স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ২

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বহুল আলোচিত এ ঘটনায় চক্রটির অন্যতম মূলহোতা আলী হোসেনসহ দুজনকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

তিনি বলেন, মঙ্গলবার (৪ জুন) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।