শনিবার , ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ভাটারায় কলেজ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ মে, ২০২৫

ভাটারায় কলেজ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর ভাটারায় কুড়িল এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে জোবায়ের হক আরহাম (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার। তিনি হুইলস লিটিল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসির পরীক্ষার্থী ছিলেন।

শুক্রবার (২৩ মে) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহত জুবায়ের কুমিল্লার তিতাস উপজেলার শোলা ধলন্দি গ্রামের মনিরুল হকের ছেলে। বর্তমানে কুড়িল এলাকায় মামার বাসায় থেকে লেখাপড়া করতেন তিনি। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়।

দুপুরের দিকে ভাটারা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, গতরাতে খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মর্গের ট্রলির ওপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি গতকাল সন্ধ্যায় মৃত জুবায়েরকে বাসায় রেখে তার নানি এবং মামি ওষুধ আনার জন্য বাইরে যান। কিছুক্ষণ পর তারা বাসায় ফিরে দেখে ঘরের দরজা বন্ধ। এরপর তারা জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখে জুবায়ের ড্রইং রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। কিন্তু কেন বা কী কারণে তিনি এ কাজটি করেছে তা পরিবারের কেউ জানাতে পারেনি। তাই মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।