রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভবনে বিস্ফোরণে বহু হতাহতের শঙ্কা (গুলিস্তানে)

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

রাজধানীর গুলিস্তানে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট কাজ করে যাচ্ছে।

আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, রাজধানীর ফুলবাড়িয়ার আলুবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। যদিও বিস্ফোরণের প্রকৃত কারণ কিংবা হতাহতের সঠিক সংখ্যা এখনো জানাতে পারেননি দমকল বাহিনীর এই কর্মকর্তা।

এ দিকে বিস্ফোরণের ঘটনায় আহত অনেককে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।