1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ খেলা হচ্ছে না ৬ তারকার, শঙ্কায় আরেকজন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ খেলা হচ্ছে না ৬ তারকার, শঙ্কায় আরেকজন

প্রতিনিধি

আগামী বুধবার ফুটবলভক্তদের বহুল কাঙ্ক্ষিত ক্লাসিকোয় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল-আর্জেন্টিনা। যদিও দুই দলেরই একাধিক বড় তারকার ইনজুরিতে চিরাচরিত উন্মাদনায় কিছুটা ভাটা পড়েছে। লিওনেল মেসি ও পাউলো দিবালা ছিটকে গেছেন স্কোয়াড ঘোষণার আগেই। আর ব্রাজিলের দল ঘোষণার পর নেইমার জুনিয়র চোটের কারণে ছিটকে যান। এভাবে দুই দলের ম্যাচ আসতে আসতে মাঠের বাইরে চলে গেছেন আরও ৫ তারকা।

বিশ্বকাপ বাছাইপর্বের চলমান উইন্ডোতে ইতোমধ্যে একটি করে ম্যাচ খেলেছে ব্রাজিল-আর্জেন্টিনা। নিজেদের ম্যাচ দুটি জিতে উভয়ই ক্লাসিকোর জন্য আত্মবিশ্বাস যোগ করেছে। যদিও চোট এবং হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞা দুশ্চিন্তায় ফেলেছে কোচ দরিভাল জুনিয়র ও লিওনেল স্কালোনিকে। আসন্ন ম্যাচের আগে ৪ তারকাকে হারিয়েছে সেলেসাওরা। আর আলবিসেলেস্তেদের একজন অনুপস্থিতি নিশ্চিত করেছেন আজকের ম্যাচে লাল কার্ড দেখে। এর বাইরে অনিশ্চয়তায় আছেন রদ্রিগো ডি পল ও লাউতারো মার্টিনেজ।

গতকাল কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে মাথায় আঘাত পান অ্যালিসন বেকার। যা তাকে আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এর আগে কলম্বিয়ার ড্যাভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষ অ্যালিসনের, সে কারণে মাঠ ছাড়তে হয় দুজনকেই। অবশিষ্ট সময়ে ব্রাজিলের গোলবার সামলাতে নামেন ম্যাথিয়াস বেন্তো। একই ম্যাচে চোট পেয়েছিলেন ব্রাজিলের মিডফিল্ডার গার্সনও। এ ছাড়া দুই ম্যাচে হলুদ কার্ডের কারণে পরের ম‍্যাচে খেলতে পারছেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। ইতোমধ্যে তাদের পরিবর্তে নতুন করে চারজনকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

অন্যদিকে, আজ উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের কষ্টসাধ্য জয় পেয়েছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আকাশে ভাসা বল পা দিয়ে ক্লিয়ার করতে গিয়ে উরুগুয়ের ডিফেন্ডার নাহিতান নান্দেজের মুখে আঘাত করে বসেন নিকোলাস গঞ্জালেস। রেফারি সঙ্গে সঙ্গেই তাকে লাল কার্ড দেখান। সরাসরি লাল কার্ড দেখায় পরের ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। এর বাইরে মাংসপেশির চোটের কারণে উরুগুয়ে ম্যাচ থেকে ছিটকে যান লাউতারো মার্টিনেজ। ব্রাজিল ম্যাচেও তাকে পাওয়ার সম্ভাবনা কম।

এ ছাড়া রদ্রিগো ডি পলকে আজ উরুগুয়ের বিপক্ষে খেলাননি কোচ স্কালোনি। গত ৯ মার্চ লা লিগার ম্যাচে গেতাফের বিপক্ষে খেলার সময় চোট পান অ্যাতলেটিকো মাদ্রিদের এই মিডফিল্ডার। তার সেই অস্বস্তি এখনও কাটেনি। যদিও ব্রাজিলের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে আশা ছাড়েননি স্কালোনি। বিশ্বকাপজয়ী এই কোচ জানান, ‘আমার মনে হয় সে ব্রাজিল ম্যাচের আগে ফিট হয়ে উঠবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, সে প্রস্তুত থাকবে আমি নিশ্চিত।’

হাতাহাতি ও লাল কার্ডের ম্যাচে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

বুধবার মাস মনুমেন্তাল স্টেডিয়ামে ক্লাসিকোয় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হবে। সেলেসাওদের হারাতে পারলেই আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে। এখন পর্যন্ত লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান শীর্ষে। ১৩ ম্যাচের তাদের ২৮ পয়েন্ট। তিনে থাকা ব্রাজিল সমান ম্যাচে পেয়েছে ২১ পয়েন্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট