সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ব্রাজিলের হয়ে প্রথম জয়ের পর যা বললেন আনচেলত্তি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ জুন, ২০২৫

ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির অভিষেকটা আশানুরূপ ছিল না। সেই ম্যাচে ড্র করেছিল দল। তবে জয় পেতে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাকে। নিজের দ্বিতীয় ম্যাচেই ব্রাজিলের হয়ে প্রথম জয়ের দেখা পেলেন এই কোচ।

সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় বাংলাদেশ সময় বুধবার সকালে প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় ব্রাজিল। একমাত্র গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এই জয়ে ২৫ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে খেলা নিশ্চিত করেছে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এই জয়ের পর আনচেলত্তি বলেছেন, ‘ফুটবলে সবকিছু ভালোভাবে চলবে, এটা খুবই কঠিন এবং এই ১৫ দিন আমাদের সবকিছুই ঠিকঠাক চলেছে। আধুনিক ফুটবল বল পায়ে থাকা অবস্থায়, না থাকা সময়ে খেলোয়াড়দের মধ্যে তীব্রতা থাকার সাথে সম্পর্কিত। প্রতিপক্ষকে চাপে রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা, এটি প্রতিপক্ষকে তাদেরকে চাওয়া অনুযায়ী খেলার সুযোগ দেয় না।’

‘প্রতিপক্ষকে চাপ দেওয়ার সমস্যা হচ্ছে, এ ক্ষেত্রে আপনাকে ছুটতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে, মানসিক দৃঢ়তাও থাকতে হবে, যেটা এই দুই ম্যাচে দল দেখিয়েছে।’

আজকের ম্যাচ নিয়ে ভিনিসিয়ুস বলেন, ‘বিশ্বকাপে কোয়ালিফাই করতে জয় প্রয়োজন ছিল আমাদের। এখন কাজ করার জন্য কোচ সময় পাবেন। অবশ্যই, এদিনের পারফরম্যান্স আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি ছিল না, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সবসময়ই জেতা।’