রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুররাপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. রিয়াদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কাজল নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রিয়াদকে মৃত ঘোষণা করেন।

নিহত রিয়াদের বন্ধু সবুজ জানান, রিয়াদ ও কাজল দু’জনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা মোটরসাইকেলে ধাক্কা দিলে দুই জনই গুরুতর আহত হন। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রিয়াদ একটি বেসরকারি কোম্পানির বিক্রয় বিভাগে চাকরি করতো। তার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বুনিয়াদী এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। আহত আরেকজনের জরুরি বিভাগের চিকিৎসা চলছে।