রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোনের সিঁথির সিঁদুরের থেকে সিনেমা বড় নয় : অনুপম খের

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

বয়কটের ফাঁড়া কাটিয়ে ‘বর্ডার ২’ সিনেমার শুটিং শুরু করেছেন দিলজিৎ দোসাঞ্ঝ। তবে ‘সর্দারজি ৩’ বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাঞ্জাবি পপস্টারের। 

পাকস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয় করায় বলিউডে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছেন অভিনেতা। সিনে সংগঠনগুলো গতমাসেই চোখ রাঙিয়েছে দিলজিতের বিরুদ্ধে।

এমতাবস্থায় বিতর্কের আগে সই করা সিনেমাগুলো যেন শেষমুহূর্তে বিপদে না পড়ে, সেই প্রেক্ষিতেই প্রযোজকরা বাধ্য হয়ে দিলজিৎকে বয়কট না করার আর্জি জানিয়েছেন।

তবে পরবর্তী ছবির শুটিংয়ের ঝলক দেখিয়ে গায়ক-অভিনেতা যতই পালটা জবাব দিন না কেন, বিতর্ক কিন্তু থামার নাম নেই!এবার দিলজিতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললেন প্রবীণ অভিনেতা অনুপম খের।

এক বলিউড সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অনুপম বলেন, “দিলজিৎ অবশ্যই তাঁর বাকস্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার প্রয়োগ করতে পারেন। তবে সিনেমাকে ঢাল করে সেটা করা অনুচিত, বিশেষত পাকিস্তানের প্রসঙ্গ এলে।”