বুধবার , ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের আহ্বায়কের জামিন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ মার্চ, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হামলার ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক আক্তার হোসেনকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (২৩ মার্চ) বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ছগির আহমদ জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী ও সিলেট জেলা বারের সদস্য অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি বলেন, আজ দুপুরে একটি মামলায় গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে সিলেট আদালতে হাজির করা হয়। দুপুরে শুনানি না হওয়ায় আসামিকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। বিকেলে শুনানিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিজ্ঞ বিচারক আক্তারের জামিন মঞ্জুর করেন। এখন আসামির মুক্তিতে আর কোনো বাধা নেই।

প্রসঙ্গত, গতকাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট নগরের একটি কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হন লিডিং ইউনিভার্সিটির ছাত্র মাহবুবুর রহমান শান্ত। এই ঘটনার পর ভুক্তভোগী আইনি প্রতিকার চেয়ে মামলা করেন। এরপর সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার পুলিশ আজ সকালে আক্তারকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।