সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বৈরী আবহাওয়া, চট্টগ্রামে কম থাকবে গ্যাসের চাপ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

বৈরী আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়ায় চট্টগ্রামে গ্যাসের চাপ কম থাকবে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।

বার্তায় বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীর এফএসআরইউ থেকে এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়ায় কেজিডিসিএলর চট্টগ্রাম এলাকায়, বাখরাবাদ গ্যাস ও তিতাস গ্যাসের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে।

তবে আজ সন্ধ্যা নাগাদ গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা আন্তরিকভাবে দুঃখিত।