বৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

বেরোবির রিসার্চ ইনস্টিটিউটে অনিয়ম

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ মার্চ, ২০২৫

বেরোবির রিসার্চ ইনস্টিটিউটে অনিয়ম, সাংবাদিক দেখে চড়াও কর্মকর্তারা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইন্সিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অফিসে নিয়মিত না আসার অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে খোঁজ নিতে গেলে সাংবাদিকদের দেখেই চড়াও হন বেরোবির রিসার্চ ইনিস্টিউটের কর্মকর্তা ড.মো. রোকনুজ্জামান।

সরেজমিনে দেখতে গেলে, রোববার অফিস শুরুর পর বেলা সাড়ে ৯টায় এবং বিকেল ৩টায় একজন কর্মকর্তা ছাড়া বাকি কাউকে অফিসে পাওয়া যায়নি। পরের দিন সোমবার বেলা সাড়ে ১১টায় দুই থেকে তিনজনকে উপস্থিত পাওয়া গেলে সাংবাদিকদের দেখে রিসার্চ কর্মকর্তা ড.মো. রোকনুজ্জামানসহ কয়েকজন একত্রিত হয়ে চড়াও হন।

এ সময় রিসার্চ কর্মকর্তা ড. মো. রোকনুজ্জামান রোকন বলেন, আপনারা এসব দেখা শোনার কে, আপনারা যারা সাংবাদিক আছেন তাদের এই রিসার্চ ইনস্টিটিউটে আসা নিষেধ। আপনাদের যা কিছু বলার আমাদের পরিচালক ভিসি স্যারকে বলবেন। শিক্ষকরা দুই একটা ক্লাস নিয়ে সেমিস্টার শেষ করে দেয়। আপনারা এসব দেখেন না! আর আমাদের নিয়ে পড়ে আছেন। শিক্ষকেরা অনিয়ম, দুর্নীতি করে টাকা ভাগাভাগি করে এগুলো আপনাদের চোখে পড়ে না।

তিনি আরও বলেন, আপনারা শিক্ষা জীবন শেষ করে সাংবাদিকতা করতে আসবেন। এ সময় ক্যাম্পাস সাংবাদিকদের প্রতিনিধিত্ব খেয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি অন্যান্য সহকর্মীদের বলেন, সম্পাদকের নাম্বারটা বের করেন। শহরের সাংবাদিকদের সঙ্গে আমাদের ভালো পরিচয় আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, এই ইন্সিটিউটের দুই একজন বাদে কেউই নিয়মিত অফিস করেন না, এছাড়া তারা গবেষণায়ও মনোযোগী না। বেশিরভাগই ব্যক্তিগত কাজে সময় দেন।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, এর আগেও কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখার জন্য রেজিস্ট্রারকে দায়িত্ব দেওয়া হবে।