গ্রুপ পর্ব শেষে আজ বৃৃহস্পতিবার থেকে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের পর্ব। প্রথম দিনে তিন ভেন্যুতে মাঠে নেমেছে ৬ দলই। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মাঠে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব।
শুরুতে টস হেরে ব্যাট করতে নামে মোহামেডান। শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। দলীয় ২৭ রানে বিদায় নেন ওপেনার তৌফিক খান তুষার। তবে আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমন দলকে টানতে শুরু করেন। তিন নম্বরে ব্যাট করতে নামা রনি তালুকদার ফেরেন কোনো রান না করেই। ইমনও ফিরে যান ৩৫ রান করে।
ইনিংস বড় করতে পারেননি ফরহাদ হোসেন, আরাফাত সানীও। নিজের ইনিংস রাঙাতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদও, ফিরে যান ১২ রান করে। ৯৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদেই পড়ে দলটি। এরপর দলের হাল ধরতে চেষ্টা করেন আরিফুল ইসলাম। তবে দলীয় ১১৭ রানে ৭ উইকেট হারানোর পর শুরু হয় বৃষ্টি। এখনো চলছে সেই বৃষ্টির দাপট।
এদিন বল হাতে দলকে ভালো শুরু এনে দেন রূপগঞ্জের বোলাররা। বিশেষ করে স্পিনার তানভীর ইসলাম। এই বোলার ৮ ওভার বল করে ৩৭ রান দিয়ে সংগ্রহ করেন ৩ উইকেট। এছাড়া ২টি উইকেট শিকার করেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান।