সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বৃষ্টিতে ভিজে মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট দেখছেন ছাত্র-জনতা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সকাল থেকেই শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত। বৃষ্টিতে ভিজে কনসার্ট দেখছেন ছাত্র জনতা। কেউ কেউ ছাতা নিয়ে অবস্থান করছেন, আবার কেউ কেউ গাছের নিচে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় মানিক মিয়া এভিনিউতে এ চিত্র দেখা গেছে।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে অংশ নিতে চট্টগ্রাম থেকে এসেছেন আলমগীর হোসেন। তিনি বলেন, সকালে ট্রেনে করে ঢাকায় এসেছি। অনেক সুন্দর কনসার্ট হচ্ছে। বৃষ্টিতে ভিজলেও ভালো লাগছে। অনেকেই ছাতা নিয়ে এসেছেন। আমি গাছের নিচে আশ্রয় নিয়েছি।

রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে আসা হোসনে আরা বেগম বলেন, আজ আমাদের বিজয়ের দিন। গত বছরের এই দিনে শেখ হাসিনা পালিয়ে গেছেন। আমরা আজ বর্ষপূর্তি উদযাপন করছি। বৃষ্টিতে ভিজছি, তারপরও আনন্দ করছি।

সরেজমিনে দেখা যায়, সারা দেশ থেকে মানিক মিয়া এভিনিউতে কয়েক হাজার জনসাধারণ এসে পৌঁছেছেন। কেউ কেউ মাথায় জাতীয় পতাক বেঁধে এসেছে। কেউ কেউ তাদের আদরের সন্তানও নিয়ে এসেছেন। মানিক মিয়া এভিনিউর সেচ ভবনের অপর পাশে কনসার্টে মূল স্টেজ করা হয়। বিভিন্ন গানের তালে তালে সবাইকে গান গাইতেও দেখা যায়।