রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ বাংলাদেশের

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ জুন, ২০২৪

জিম্বাবুয়ে সিরিজে চোটের পড়ার পর তাসকিন আহমেদকে বিশ্বকাপে পাওয়া যাবে কিনা সেই শঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিল বাংলাদেশ দল। তবে টি-টোয়েন্টিতে টাইগারদের নতুন এই সহ-অধিনায়ককে প্রথম ম্যাচ থেকে পাওয়ার আশা রয়েছে। এরই মাঝে নতুন দুঃসংবাদ হাজির, প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা রয়েছে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোটে পড়া শরিফুল ইসলামের। তার হাতে লেগেছে ছয়টি সেলাই।

বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী এক ভিডিও বার্তায় শরীফুলের চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছেন। তিনি বলছেন, ‘শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বাঁ-হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে শরীফুলের। মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।’

তার মাঠে ফেরার সময়টা এখনও নিশ্চিত নয় বলেও জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক, ‘ওর ক্ষতস্থানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ছয়টা সেলাই করা হয়েছে। দুই দিন পর আমরা আবারও হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’