বলিউড ভাইজান সালমান খানকে হত্যার জন্য পাকিস্তান থেকে শক্তিশালী আগ্নেয়াস্ত্র এনেছিল লরেন্স বিষ্ণোর দল। সেই পরিকল্পনা সদ্য ফাঁস করেছে মুম্বাই পুলিশ। নতুন তথ্য ফাঁসের ২৪ ঘণ্টা না পেরোতেই সামনে এসেছে আরেক নতুন খবর। সালমানকে বিয়ে করতে এক অচেনা যুবতী তার পানাভেল খামারবাড়িতে হাজির হন।]
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবতী সালমানকে বিয়ে করতে নাছোড়বান্দা। তাকে বিয়ে না করে তিনি কিছুতেই পানাভেল ছেড়ে যাবেন না। স্থানীয়রাই পরে অচেনা ওই যুবতীকে পুলিশের হাতে তুলে দেন। তারপর থেকেই সন্দেহ উঁকি দিয়েছে, এটা সালমানকে খুনের নতুন কোনও টোপ নয়ত?
রোববার (২ জুন) সালমান তার খামারবাড়িতে ছিলেন না। ফলে, ঘটনা বড় আকার ধারণ করার আগেই স্থানীয়রা তাতে হস্তক্ষেপ করেন। তাদের কাছে ওই যুবতী দাবি করেন, তিনি সালমান খানের অন্ধ ভক্ত। অনেক দিনের স্বপ্ন, তাকে বিয়ে করবেন। তিনি সালমানের ‘বিং সালমান’ গ্রুপের সমর্থক।