রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিমান থেকে ফেলা খাবার দৌড়ে গিয়ে নিলেন, পেলেন বাসি-নষ্ট রুটি

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ আগস্ট, ২০২৫

দখলদার ইসরায়েলের বর্বর অবরোধের কারণে খাদ্যকষ্টে পড়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে গাজায় বিমান থেকে খাবার ফেলেছে বেশ কয়েকটি দেশ। তবে সাধারণ মানুষের কাছে খাবার পৌঁছে দিতে এ পদ্ধতি কার্যকর নয়।। এছাড়া যেসব খাবার ফেলা হচ্ছে সেগুলোও মানসম্পন্ন নয়।

গাজার এক বাসিন্দা তার মোবাইল ফোনের ভিডিওতে দেখিয়েছেন এমন হৃদয়স্পর্শী একটি মূহূর্ত। এতে দেখা যাচ্ছে, বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে ফেলা খাবার নিতে দৌড়ে যাচ্ছেন তিনি এবং একটি প্যাকেট পেয়েও যান। তবে ওই প্যাকেটের ভেতর ছিল বাসি রুটি।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমি একটি প্যারাসুট এবং অর্ধেক ব্যাগ রুটি পেয়েছি। আল্লাহ স্বাক্ষী আমি যা বলছি, মাত্র অর্ধেক ব্যাগ রুটি। তাও এগুলো বাসি। বড় লেবানিজ রুটি। এই লেবানিজ রুটি… আমি ফজর থেকে ত্রাণের জন্য অপেক্ষা করছিলাম।”

অপর এক ব্যক্তিকে ওই একই ভিডিওতে বলতে শোনা যায়, “আমার পরিবারের ছয়জন শহীদ হয়েছেন। আমি এখানে এসেছি ত্রাণের জন্য, কিন্তু আমি কিছু পাইনি। আমার বয়স ৬৫। আমি ডায়বেটিস, উচ্চ রক্তচাপের রোগী। আমার হার্ট অ্যাটাকও হয়েছিল। আমি শুধুমাত্র এক কেজি আটা চাই। আমি আমার স্ত্রী সন্তানকে কিছু খাওয়াতে পারছি না। এখানে কিছু নেই। আমি পুরো বিশ্বকে বলছি, গাজায় যা হচ্ছে তা অবিচার এবং অপরাধ।” তখন ভিডিও করা ব্যক্তি বলেন, “আল্লাহ আমাদের পাশে আছেন।”

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এ সপ্তাহে মাথায় ত্রাণ পড়ে এক নার্সের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কিছু ত্রাণ শরণার্থী শিবিরে গিয়ে পড়েছে।

সূত্র: আলজাজিরা