সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাল গাছ ও মাজার শরীফে ফুল গাছ লাগিয়ে সম্পন্ন হল বৃক্ষরোপন কর্মসূচি

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ আগস্ট, ২০২৫

গত ৩১ জুলাই বৃহস্পতিবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আজিমপুর শাখা আয়োজিত বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ঠেকানো ও বাংলাদেশ সরকার ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানকে বজ্রপাত মুক্ত করার লক্ষ্যে আজিমপুরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে তাল গাছ লাগানো হয় এবং আজিমপুরে অবস্থিত ওস্তাদ এ গাউসুল আজম মাইজভাণ্ডারীর রওজা শরীফে ফুলের গাছ রোপণ করা হয়।

তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তালের চারা রোপণ করেন এবং স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকগন ও শিক্ষার্থীগন এ সময় উপস্থিত ছিলেন।
আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাসউদ্দীন, আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সলিমুল্লাহ, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ইসলামি একাডেমির সুপার রবিউল হক গাছের চারা গুলো রোপণ করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোঃ আশরাফ উদ্দিন সিদ্দিকী, আজিমপুর শাখার সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রুবেল এবং শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ নেত্রীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সর্বশেষ মুনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়।