সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিদেশী শক্তি নয়, জনগণের ভোটই ক্ষমতায় বসাতে পারে : এড. কামরুল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

কোন বিদেশী শক্তিনয়, জনগণের ভোটই ক্ষমতায় বসাতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এড. কামরুল ইসলাম।
আজ সকালে কেরাণীগঞ্জের রেড রোজ পার্টি সেন্টারে কালিন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আগামি নির্বাচনে না আসলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে।
তিনি বলেন, বৈশ্বিক সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে জনগণ বিশ্বাস করেন।বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। দেশের উন্নয়ন কেবল শেখ হাসিনার মাধ্যমে হতে পারে।

তাঁর বলিষ্ঠ নেতৃত্বেই বাংলাদেশ উন্নতির শিখরে।স্বাধীনতা দিবসের আলোচনা সভা শেষে প্রায় সহস্রাধিক দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন কামরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মস্তান হোসেন। উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহ-সভাপতি শফিউল আজম খান বাড়কুসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।