শনিবার , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

বিজেপি নেতার ছেলের সঙ্গে সাইফ কন্যার প্রেমের গুঞ্জন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বলিউড অভিনেত্রী সারা আলি খান ‘মেট্রো ইন দিনো’-এর সাফল্যের পর আবারও নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে এবার তিনি ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে এসেছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বলিপাড়ায় গুঞ্জন সাইফ কন্যার জীবনে এসেছে নতুন প্রেম। অভিনেত্রী নাকি তার চর্চিত প্রেমিকের সঙ্গে বিনোদন জগৎ থেকে দূরে শান্তিময় সময় কাটাচ্ছেন।

একটি গুরুদ্বারে সারা আলি খানকে মডেল অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে দেখা গেছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অর্জুন আর সারা একসঙ্গে সময় কাটাচ্ছেন যেখানে তাদের অন্য কোনো বন্ধুকে দেখা যায়নি। এই ভিডিওটি তাদের গোপনে ডেটিং করার গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

পাপারাজ্জির পেজে শেয়ার করা ভিডিওতে সারাকে সাদা স্যুটে দেখা গেছে, মাথা ওড়না দিয়ে ঢাকা। তার পিছনেই ছিলেন চর্চিত প্রেমিক অর্জুন। যদিও দু’জনকে একসঙ্গে ক্যামেরাবন্দী হতে দেখা যায়নি, তবুও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ইতোমধ্যেই তাদের ‘সেরা জুটি’ বলে অভিহিত করেছেন।

সারা-অর্জুনের ডেটিংয়ের গুঞ্জন প্রথম শুরু হয়েছিল ২০২৪ সালের অক্টোবর মাসে। সেসময় দু’জনে একসঙ্গে কেদারনাথ বেড়াতে গিয়েছিলেন। কেদারনাথ সারার অত্যন্ত পছন্দের জায়গা, সুযোগ পেলেই তিনি সেখানে যান।

এরপর ডিসেম্বর মাসে তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট এই গুঞ্জনকে আরও জোরালো করে তোলে। সারা-অর্জুনের ইনস্টাগ্রাম পোস্ট দেখে গুঞ্জন ছড়ায় যে, তারা একসঙ্গে রাজস্থানে ছুটি কাটাচ্ছেন। দু’জনেই একই স্থান থেকে নিজেদের ছবি শেয়ার করেছিলেন।

তবে এই বিষয়ে দু’জনের কেউই এখনও তাদের ডেটিংয়ের গুঞ্জন নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। কিন্তু নেটিজেনরা মনে করছেন যে, সারা এবং অর্জুন একটি গোপন সম্পর্কে রয়েছেন। সকলেই এখন তাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

প্রসঙ্গত, অর্জুন প্রতাপ বাজওয়া একজন সুপরিচিত মডেল। তিনি পাঞ্জাবের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাম্প্রতিক সহ-সভাপতি ফতেহ জং সিং বাজওয়ার ছেলে। অর্জুন একজন মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) যোদ্ধাও। মডেলিংয়ের পাশাপাশি তিনি বলিউডেও কাজ করেছেন।