সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিকেলে সিয়েরা লিওনের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বিকেলে সিয়েরা লিওনের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
বিশ্ব ফুটবলে অন্যতম জনপ্রিয় দল ব্রাজিল। নেইমার জুনিয়র-ভিনিসিয়ুসদের পায়ের জাদুতে মাতে পুরো দুনিয়ার ফুটবল প্রেমীরা। হাজার মাইল দূরের এই উপমহাদেশেও উত্তাপ ছড়ায় সেলেসাওদের মাঠের লড়াই। ফুটবলে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা ক্রিকেটটাও খেলে।

এমনকি ব্রাজিলে নারী ক্রিকেটও নিয়মিত হয়। সর্বশেষ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়েওশ আমেরিকা অঞ্চল থেকে খেলছে ব্রাজিল। তবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।
আইসিসির সূচির বাইরেও ব্রাজিলের নারী ক্রিকেট দল ম্যাচ খেলে। বর্তমানে তারা খেলছে কুইবুকা নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে। যেখানে গ্রুপ পর্বের ম্যাচে আজ মাঠে নামবে ব্রাজিল নারী ক্রিকেট দল।

টুর্নামেন্টের ৩৬তম ম্যাচে আজ সিয়েরা লিওন নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে ব্রাজিল নারী ক্রিকেট দল। রুয়ান্ডার মাটিতে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

অবশ্য এই ম্যাচটি আসরের পয়েন্ট টেবিলে কোনো প্রভাব ফেলবে না। কারণ দুই দলই ইতোমধ্যেই আসর থেকে ছিটকে গেছে। ৭ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে ব্রাজিল। আর সমান সংখ্যক ম্যাচ খেলে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে আটে আছে সিয়েরা লিওন।