বিএনপি প্রধান উপদেষ্টাকে নির্বাচনের জন্য চাপ দিয়ে বিব্রত করছে : যুবশক্তি
জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, বিএনপি ক্রমাগতভাবে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করে বিব্রত করছে। কিন্তু তারা বিচার ও সংস্কারের কোনো রোডম্যাপ চাচ্ছে না।
শনিবার (২৪ মে) জাতীয় স্মৃতিসৌধে সংগঠনটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এসব মন্তব্য করেছেন।
তারিকুল ইসলাম বলেন, যুবশক্তি কখনো অন্য দলের যুব সংগঠনের মতো ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হবে না। দেশের মূল চালিকাশক্তি এই যুব সমাজের সমস্যা চিহ্নিত করে তাদের সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছি আমরা।
তিনি বলেন, আমরা সরকারকে আহ্বান জানাই যেন শিগগিরই জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়। এই গুরুত্বপূর্ণ ইস্যুকে বাধাগ্রস্ত করতে অনেক অপশক্তি রাজপথে সক্রিয় রয়েছে। এই দাবি আদায়ই হবে যুবশক্তির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। এ দাবিতে দেশব্যাপী যুব মার্চ পালন করা হবে।
সংগঠনটির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, আমরা চাই যুবশক্তির হাত ধরে দেশের বিশাল তরুণ জনশক্তি রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভিন্ন মাত্রার শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে আমাদের সংগঠন।
এসময় সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতাও পালন করা হয়। এরপর দুপুরে রায়ের বাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন তারা।