সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাহরাই‌নে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বাংলাদেশ দূতাবাস, মানামাতে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপিত হয়েছে।

বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত মো. রইস হাসান সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য, রেমিটেন্স যোদ্ধা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতা এবং দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।

রাষ্ট্রদূত তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

রাষ্ট্রদূত বলেন, একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরিশেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিরা এ অনুষ্ঠানে যোগ দেন।