রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের আইল্যান্ডে ধাক্কা, সুপারভাইজার নিহত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসওয়ের আইল্যান্ডে ধাক্কা লাগলে সুপারভাইজার জুবায়ের শেখ (৩৫) বাস থেকে ছিটকে পড়ে নিহত হন। তিনি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার আবুল হাসানের ছেলে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়ায়।

শিবচর হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) তমাল সরকার বলেন, সোমবার রাত ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার পুলিয়া নামকস্থানে খুলনা থেকে ঢাকাগামী জি এম এস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের আইল্যান্ডে সজোরে ধাক্কা লাগে। এ সময় বাসের সুপারভাইজার বাস থেকে ছিটকে পড়ে কংক্রিটের আইল্যান্ডে ধাক্কা খেয়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, বাসের সামনের চাকা পাংচার হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়‌। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে শিবচর হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।