শুক্রবার , ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বাপ্পা মজুমদারের বাসায় আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন স্ত্রী-সন্তান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

বাপ্পা মজুমদারের বাসায় আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন স্ত্রী-সন্তান
বনানীর নিজ বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। বৃহস্পতিবার (২২ মে) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় বাপ্পা মজুমদার, স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন ও দুই সন্তান অল্পের জন্য রক্ষা পান।

বাপ্পা মজুমদার গণমাধ্যমকে জানান, ঘটনার সময় বাসায় অবস্থান করছিলেন তিনি। তার স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন এবং তাদের দুই কন্যাসন্তান। ইন্টারকমে সতর্কবার্তা পেলে বাসা ছাড়ার চেষ্টা করেন বাপ্পা। কিন্তু ততক্ষণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারদিক, ক্রমেই খারাপ হতে থাকে পরিস্থিতি।

বাপ্পা মজুমদারের কথায়, ‘চারপাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল, কিছুই দেখতে পাচ্ছিলাম না। আগুনের তাপ এসে মুখে লাগছিল। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, কী করব বুঝে উঠতে পারিনি। মানসিকভাবে খুবই অস্থির হয়ে পড়েছিলাম। এখনও সেই ট্রমা কাটিয়ে উঠতে পারিনি।’

এ নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্টও দেন বাপ্পা। কৃতজ্ঞতা জানিয়ে বাপ্পা বলেন, ‘অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ।’

অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় তার বাপ্পার ভক্ত ও সহকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেন। এই শিল্পী ও তার পরিবারের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন সকলে।