রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বান্দরবানে এনসিপি নেতার ৩ মাসের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক মো. শহিদুর রহমান সোহেলের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত ২৬ মে ইউসিবিএল ব্যাংকের বান্দরবান শাখার একটি চেক জালিয়াতির মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ টাকা আদায়ের আদেশ দেন বান্দরবান যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূরু মিঞা। তবে বিষয়টি বৃহস্পতিবার (১৯ জুন) জানাজানি হয়।

এদিকে কারাদণ্ডের পরও প্রকাশ্যে বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণ করছেন শহিদুর রহমান সোহেল। প্রকাশ্যে ঘুরেও বেড়াচ্ছেন। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে।

মামলার বাদী মো. হারুনুর রশীদ বলেন, সোহেলের সাথে আমার ব্যবসায়িক লেনদেন ছিল। কয়েকবার সময় দিয়েও ঠিক সময়ে টাকা না দেওয়ায় আমি গত ফেব্রুয়ারি মাসে আদালতের শরণাপন্ন হয়েছি। আদালতের রায়ে আমি সন্তুষ্ট।

বাদীর আইনজীবী মো. খলিলুর রহমান জানান, আসামি মো. শহিদুর রহমান সোহেলের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় কোর্ট তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে। এরপরও আসামি আদালতে হাজির না হওয়ায় আদালত অবমাননা করায় আদালত তার বিরুদ্ধে তিন মাসের সাজা পরোয়ানা জারি করেছে। চেকের সমপরিমাণ টাকা আদায়ের রায় দিয়েছেন বান্দরবান যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূরু মিঞা।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার জানান, আদালতের রায়ের কোনো কপি আমাদের হাতে এখনো পৌঁছায়নি। হাতে আসলে বলতে পারব।