বৃহস্পতিবার , ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বাড়ির পাশের পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টার দিকে উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হচ্ছে- ওই গ্রামের হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ইব্রাহিম (৪) এবং মেয়ে ফয়জিয়া (২)।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের অগোচরে ইব্রাহিম ও ফয়জিয়া বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার করে তাদের মৃত ঘোষণা করেন।

হাইমচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহ আলম জানান, ধারণা করা হচ্ছে মেয়েটি আগে পানিতে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে ছেলেটিও পানিতে পড়ে যায়। পানিতে পড়ে দুজনেরই মৃত্যু হয়। এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।