সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাজারে ফের বেড়েছে ব্রয়লারের দাম

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৪০ থেকে ১৫০ টাকা।

শুক্রবার (৪ জুলাই) সরেজমিনে রামপুরা এলাকা ও এর আশেপাশের বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

ব্রয়লার মুরগির দাম বাড়লেও অন্যান্য মাংসের দাম তুলনামূলক স্বস্তির দিকেই। সোনালি মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ২২০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২২৫ থেকে ২৩০ টাকা। লেয়ার মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি,যা গত সপ্তাহে ছিল ২৩০ থেকে ২৪০ টাকা।
অন্যদিকে গত সপ্তাহের মতোই আছে গরু ও খাসির মাংসের দাম । বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকায়। খাসির মাংসের কেজি ১১০০ থেকে ১২০০ টাকায়।

মাংসের দাম বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। রামপুরা বাজারে আসা ক্রেতা আব্দুল আলিম বলেন, মাংসের মধ্যে ব্রয়লার মুরগিই বেশি খাওয়া হয়। তবে সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের। ব্রয়লার মুরগির দাম যেভাবে বাড়ছে, তাতে আমাদের মতো গরিব মানুষেরা সমস্যায় পড়ে যাচ্ছে।

আরেক ক্রেতা মমিনুর রহমান বলেন, অন্যান্য মাংসের দাম তো সবসময়ই বেশি থাকে। তার থেকে ব্রয়লারের দাম কম হওয়ায় সেটাই খাওয়া হয়। অথচ সেটার দামও এখন বাড়তি।

মুরগি বিক্রেতা জুয়েল আহমেদ বলেন, ঈদের পর ব্রয়লারের চাহিদা কিছুটা কম ছিল। এখন আবার চাহিদা বেড়েছে। তাই দামও কিছুটা বেড়েছে।