আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্স পরিচালিত বাগদাদীয়া খানকাহ শরীফের আয়োজনে মাসিক মাহফিল ৬ আগস্ট বুধবার বাদে মাগরিব থেকে নগরের চকবাজারের শাহ মঞ্জিলস্হ বাগদাদীয়া একাডেমি হলে পীরে ত্বরিকত আল্লামা শাহসূফি হযরত আব্দুল হালিম আল মাদানী ( ম জি আ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাসিক মাহফিলের আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল বারবী শরীফ, গেয়ারবী শরীফ, ছয় শরীফ, আলোচনা সভা, মিলাদ, জিকির, সালাতু সালাম ও বিশেষ মোনাজাত।
এসময় আলোচনায় অংশ নেন শেখ নজরুল ইসলাম মাহমুদ, এডভোকেট নাজমুল ইসলাম চৌধুরী, স ম জিয়াউর রহমান, লায়ন মুহাম্মদ মাহতাবউদ্দিন, ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ ফজলুল হক, মোহাম্মদ নাছির উদ্দীন, মোহাম্মদ হায়দার আলী, মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী, মোহাম্মদ ইয়াকুব আলী, মোহাম্মদ নুরুদ্দীন , মুহাম্মদ ইব্রাহিম তানভীর প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনায় সভাপতির বক্তব্যে পীরে ত্বরিকত আল্লামা শাহসূফি আব্দুল হালিম আল মাদানী বলেন, রাসূল ( দ:) এর প্রেম ও আউলিয়ায়ে কেরামের প্রেম হচ্ছে আল্লাহ তায়ালার নৈকট্য লাভের পূর্ব শর্ত। সকল মুসলমানদের আগে মুমিন হতে হবে এবং মুমিনদের রাসূল ( দ:) প্রেমি হতে হবে। নয়তো সকল কিছু বৃথা হবে।
সবশেষে তাবরুক বিতরণ করা হয়।