সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, জানা গেল সময়

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ জুন, ২০২৫

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, জানা গেল সময়
পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় তথা শেষটি আজ বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত হবে। এর মধ্যেই চূড়ান্ত হয়ে গেছে পাকিস্তান দলের বাংলাদেশ সফরের সময়সূচিও।

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের প্রাথমিক সূচি চূড়ান্ত হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৮ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল।

আসন্ন সফরটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। বিসিবি প্রাথমিক সূচি তৈরি করে ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয় বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের বৈঠকে। বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দীপপুঞ্জ সফরে যাবে পাকিস্তান দল।