রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে এমন কোন জায়গা নাই যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি- খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

নিউজ টিভি বাংলা স্টাফ রিপোর্টার:

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন , বাংলাদেশে এমন কোন জায়গা নাই যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি। বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে সবাইকে একতাবদ্ধ হতে হবে। সাভারের আমিনবাজারে মীরপুর মফিদ- ই- আম স্কুল এন্ড কলেজে আমিন বাজার ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদযোগে সুধী সমাবেশ ও কর্মী সম্মেলনে গতকাল বুধবার বিকালে তিনি এসব কথা বলেন।

হাজী শাহ মোহাম্মদ খন্দকার আকিল উদ্দিনের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ও আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আননোয়ার হোসেন। এছাড়া স্থানীয় আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।