আরও একবার বাংলাদেশের ক্রিকেটে হৃদয় ভাঙার গল্প। দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে হারানোর একেবারে কাছে গিয়েও বাংলাদেশকে ফিরতে হয়েছে হারের ক্ষত নিয়ে। শেষ দুই ওভারে ১৮ রান। আর শেষ ওভারে স্পিনার কেশব মহারাজের ওভার থেকে ১১ রান তুলে নিতে ব্যর্থ বাংলাদেশ। শেষ বলে নিষ্পত্তি হওয়া ম্যাচ টাইগাররা হেরেছে ৪ রানে।
বাউন্ডারি লাইনে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ। তার আগে আম্পায়াদের দুটো বিতর্কিত সিদ্ধান্ত। সবমিলিয়ে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশের হারের চিত্রনাট্য যেন একটু বেশিই বৈচিত্রপূর্ণ ছিল। খেলা শেষে তাই লড়াকু বাংলাদেশের প্রশংসা করেছেন অনেকেই।
যে তালিকায় ছিলেন ম্যাচসেরা হওয়া হেনরিখ ক্লাসেন। ম্যাচজুড়ে দুর্দান্ত পারফর্ম করা টাইগারদের নিয়ে প্রশংসা করেছেন আফ্রিকান এই ব্যাটার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্লাসেন অকপটেই বললেন, বাংলাদেশ দুর্দান্ত দল।