শুক্রবার , ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বাঁচা-মরার ম্যাচ ও বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে যা বললেন সাকিব

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

বাঁচা-মরার ম্যাচ ও বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে যা বললেন সাকিব
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স এক করে দিয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনকে। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে, ফলে মিরাজ-রিশাদরা তাকে সঙ্গী হিসেবে পাচ্ছেন এই ফ্র‌্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে। যদিও তাদের আজকের ম্যাচটি বাঁচা-মরার লড়াই, টিকে থাকতে হলে লাহোরের জয়ের বিকল্প নেই।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ৯টায় ঘরের মাঠে সাকিব-মিরাজদের লাহোর এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে করাচি কিংসের। ম্যাচে হারলেই পিএসএল থেকে বিদায়, আর জিতলে ফাইনালের টিকিট পেতে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এমন ‘ডু অর ডাই’ ম্যাচের আগে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজের’ সঙ্গে কথা বলেছেন সাকিব আল হাসান। মন্তব্য করেছেন আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়েও।

করাচির বিপক্ষে আজ লাহোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জানিয়ে সাবেক এই বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি আগেও পিএসএলে খেলেছি, এখানে খেলার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। যখনই পিএসএল খেলতে এসেছি, অভিজ্ঞতা ইতিবাচকই ছিল। গত ১০ বছরে এই টুর্নামেন্ট অনেক উন্নত হয়েছে। প্লে-অফে উত্তীর্ণ হওয়ার জন্য জয় অনেক গুরুত্বপূর্ণ। করাচির বিপক্ষে তাই ম্যাচটির অনেক তাৎপর্য রয়েছে, আমাদের জিততেই হবে এবং ভিন্ন কোনো লক্ষ্য নেই। করাচি ভালো দল, তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে।’

লাহোরের ড্রেসিংরুমে নিজের স্বদেশি সতীর্থদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে একসময়ের প্রতিদ্বন্দ্বীদেরও পেয়েছেন সাকিব। যা নিয়ে ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডারের প্রতিক্রিয়া– ‘লাহোর কালান্দার্স অসাধারণ একটি দল। এর আগে আমি শাহিন আফ্রিদি ও হারিস রউফদের বিপক্ষে খেলেছি, আর এখন ড্রেসিংরুম ভাগাভাগি করছি তাদের সঙ্গে। পরস্পরকে জানার জন্য এটি বেশ ভালো সুযোগ।’

সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ বললেই চলে। রাজনৈতিক কারণে বাংলাদেশ জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি তাকে সাম্প্রতিক সময়ে বোলিং অ্যাকশনের কারণেও ভুগতে হয়েছে। ফলে মাঝে বেশ কিছু সময় থাকতে হয়েছে মাঠের বাইরে। বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেটে ফেরা নিয়ে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার জানান, ‘যখন লম্বা সময় পর ক্রিকেটে ফিরবেন এই অনুভূতিটা খুবই রোমাঞ্চকর। একইসঙ্গে দেখতে হবে আপনার শরীর কী আচরণ করছে। দীর্ঘ সময় পর খেলায় ফেরা ভিন্ন অভিজ্ঞতার, আসন্ন ম্যাচগুলো আশা করি আমার জন্য ভালো কাটবে।’

আগামী ২৫ এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে পিএসএলের চলমান আসর। এরপর ২৮ মে থেকে পাকিস্তানের মাটিতে তাদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজে তরুণ ক্রিকেটাররা ভালো করতে মরিয়া বলে ভাষ্য সাকিবের, ‘পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ভালো একটি সিরিজ হবে। উভয় দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছে এবং আশা করি তারা এখানে সেরা পারফরম্যান্স করতে প্রবল আগ্রহী।’