রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বন্যার কারণে স্থগিত রিয়াল মাদ্রিদের ম্যাচ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। যার প্রভাব পড়েছে লা লিগার ম্যাচেও। যে কারণে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের আগামীকালের (২ নভেম্বর) ম্যাচটি স্থগিত করা হয়েছে। ম্যাচটি ভ্যালেন্সিয়ার মাঠে হওয়ার কথা ছিল।

মূলত ভ্যালেন্সিয়ার মাঠের এই সপ্তাহের সবগুলো ম্যাচ স্থগিত করার জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) অনুরোধ করেছিল লা লিগা। এরপর গতকাল বৃহস্পতিবার ম্যাচের ভ্যালেন্সিয়ার এই সপ্তাহের সব ম্যাচ নতুন সূচিতে আয়োজন করার ঘোষণা দিয়েছে আরএফইএফ।

এর আগে গত বুধবার কোপা দেল রের চারটি ম্যাচও স্থগিত করার ঘোষণা দেয় আরএফইএফ। নারী ফুটবলে স্থগিত করা হয়েছে লিগা এফ-এর দুটি ম্যাচ। যার একটি রিয়ালের বিপক্ষে লেভান্তের ম্যাচ।

প্রবল বৃষ্টির কারণে দেখা দেওয়া আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ১০৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন আরও অনেকে। এর জন্য তিন দিনের শোক ঘোষণা করেছে স্পেনের সরকার।