1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মোটরযান - NEWSTVBANGLA
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে জুলাই বিপ্লব নতুনভাবে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না : চসিক মেয়র ‘হঠাৎ বিকট শব্দ, দৌড়ে গিয়ে দেখি বাড়ির ভেতরে আগুন আর কান্নাকাটি’ পরিবেশ দূষণমুক্ত চাইলে দূষণকারী শিল্পকারখানা বন্ধ করার আহ্বান না ফেরার দেশে নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মাহিন সরকারের বিরুদ্ধে ৭.৫ কোটি টাকার ভুয়া গল্প, আসলেই কি ঘটেছে বেলকুচিতে রাতের মধ্যে যেসব এলাকায় ঝড় হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামায় জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ললিপপ জনি কেরানীগঞ্জে এসি বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন হাসপাতালে

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মোটরযান

প্রতিনিধি

ভয়াবহ বন্যায় ফেনী জেলাজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৯ হাজার মোটরসাইকেল এবং ৮ শতাধিক প্রাইভেট কার ও মাইক্রোবাস। এসব গাড়ি মেরামতে গাড়ির মালিকদের গুণতে হচ্ছে প্রায় ৬১ কোটি টাকা। গাড়ি মেরামত সংশ্লিষ্ট ফেনীর একাধিক গ্যারেজ মালিক ও ক্ষতিগ্রস্ত ব্যক্তির সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ফেনী শহরের একাধিক মোটরসাইকেল মেরামত প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে যান্ত্রিক ত্রুটি নিয়ে মোটরসাইকেল মালিকরা সেখানে ভিড় করছেন। কামাল অটো সার্ভিসের মিজান রোড এবং কোর্ট বিল্ডিং এলাকার গ্যারেজে বন্যার পানিতে ডুবে ত্রুটিপূর্ণ বেশকিছু মোটরসাইকেল পড়ে থাকতে দেখা গেছে।

এবারের বন্যায় জেলায় ৪৯ হাজারের অধিক মোটরসাইকেল পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন কামাল অটো সার্ভিসের মালিক কামাল হোসেন। মোটরসাইকেল মেরামতে দক্ষ হিসেবে পরিচিত এ ব্যক্তি জানান, তার দুটি গ্যারেজে গত এক সাপ্তাহে ২ হাজারের বেশি মোটরসাইকেলের ত্রুটি সারানো হয়েছে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের সংখ্যার বিষয়টিকে সমর্থন করেন নবী অটো নামীয় প্রতিষ্ঠানটির মালিক মো. নূর নবী এবং আরেক মেকানিক মাইনউদ্দিন।

অন্যান্য ওয়ার্কশপের মধ্যে আবদুল ট্রেডার্স, ফারিয়া ওয়ার্কশপে ঘুরে ত্রুটিপূর্ণ মোটরসাইকেলের বিশাল সারি লক্ষ্য করা গেছে। এসব প্রতিষ্ঠানের পরিচালকদের তথ্যানুযায়ী, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতিগ্রস্ত হলেও বন্যার পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির গতি নির্ণয়ক মিটার। তারা জানান, সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত মোটরসাইকেল মেরামতে মালিকদের গুনতে হচ্ছে। গড় হিসেবে গাড়িপ্রতি ১০ হাজার টাকা মেরামতে ব্যয় হচ্ছে। এ হিসেবে উল্লিখিত মোটরসাইকেল মেরামতে মালিকদের গুনতে হচ্ছে ৪৯ কোটি টাকা।

নূর নবী জানান, মোটরসাইকেলে সার্ভিসিংয়ে ফেনী শহরে ৪০টি ওয়ার্কশপসহ জেলায় মোট ৯৬টি ওয়ার্কশপ রয়েছে। প্রায় ৮০ হাজারের বেশি মোটরসাইকেল এসব গ্যারেজে সার্ভিসিং করা হয়ে থাকে। এসব মোটরসাইকেলের সবগুলোই ফেনীসহ আশপাশের উপজেলায় চলাচল করে। এসব এলাকার প্রায় শতভাগ বন্যার পানিতে আক্রান্ত হয়েছে।

জেলার বিভিন্ন স্থানে একাধিক ভুক্তভোগী বলেন, এবার খুব দ্রুত এবং অস্বাভাবিকভাবে বন্যার পানি বেড়েছে। ঘরবাড়ি বন্যায় তলিয়ে গেছে। ঘরের অন্যান্য আসবাবপত্রের মতো মোটরযান পানিতে নিমজ্জিত হয়েছে। শহরের অধিকাংশ ভবনের গ্যারেজ পানিতে ডুবে গেছে। ফলে যেসব গাড়ি সেসব স্থানে রাখা ছিল তা বন্যার পানিতে ডুবে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

একইভাবে বন্যার পানি প্রবেশ করে ৮ শতাধিক প্রাইভেটকার এবং মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্কশপ মালিক ও ভুক্তভোগী। এসব গাড়ির বড় একটি অংশ ফেনীর গ্যারেজগুলোতে মেরামত করা হচ্ছে, ঢাকা-চট্টগ্রাম থেকে মোটর মেকানিকরা এসে ফেনীতে কাজ করছেন। কিছু গাড়ি ঢাকা ও চট্টগ্রামে নিয়ে মেরামত করা হচ্ছে। মোটর মেকানিক ও গাড়ি মালিকদের সাথে কথা বলে জানা গেছে, গাড়ি প্রতি সর্বনিম্ন ৩০ হাজার থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা মেরামতে ব্যয় হচ্ছে।

গড় হিসেবে তারা বলছেন, গাড়ি প্রতি ব্যয় হচ্ছে ১ লাখ ৫০ হাজার টাকা। এ হিসেবে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার ও মাইক্রোবাস মেরামতে মালিকদের গুনতে হচ্ছে ১২ কোটি টাকা। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার মালিক আলম জানান, তার টয়োটা প্রিমিও ২০১৮ মডেলের প্রাইভেটকারটি বন্যার পানিতে প্রায় ৪দিন নিমজ্জিত ছিল। মেরামত করতে গিয়ে দেখা গেছে দরজার অটোলক, ডায়নামো, মোটর, সার্কিটসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পানিতে ভিজে অকেজো হয়ে গেছে।

গাড়িটি মেরামতে আড়াই লাখ টাকা খরচ হবে বলে ওয়ার্কশপ থেকে জানানো হয়েছে। এ সুযোগে গাড়ির যন্ত্রাংশের দাম বাড়িয়ে দিয়েছে মোটরপার্টস ব্যবসায়ীরা। তিনি আরও জানান, ফেনী জেলায় হাজারের বেশি গাড়ি ভাড়ায় চালিত। এসব গাড়ির বড় একটি অংশ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনীর বিভিন্ন ওয়ার্কশপে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল পর্যন্ত মহাসড়কের রামপুরে রাকিব ওয়ার্কশপে ৩০টি, হযরত পাগলা মিয়া সড়কে শরীফ অটোমোবাইলে ৪০টি, মক্কা অটোতে ১০টি, শাহীন অটোমোবাইলে ৯টি, পলিটেকনিক সংলগ্ন ইসমাইল অটোতে ৩৫টি প্রাইভেট কার এবং মাইক্রোবাস মেরামতের জন্য আনা হয়েছে। ওয়ার্কশপ মালিকদের তথ্যমতে ফেনী জেলায় শতাধিক অটোমোবাইল ওয়ার্কশপ রয়েছে।

এসব সার্ভিসিং সেন্টারে ফেনী ছাড়াও আশপাশের অন্যান্য উপজেলা হতে গাড়িগুলো এখানে সেবা নিয়ে থাকে।
অতিবৃষ্টি, ভারত হতে নেমে আসা পাহাড়ি ঢলে গত জুলাই-আগস্ট মাসে ফেনীর উত্তরাঞ্চল তিনবার বন্যা আক্রান্ত হয়। গত ১৯ আগস্ট তৃতীয় দফায় বন্যার ভয়াবহতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। জেলা প্রশাসন সূত্রমতে, জেলার ৯৫ শতাংশ এলাকা বন্যায় আক্রান্ত হয়। দুর্ভোগে পড়ে ফেনীর ১০ লক্ষাধিক মানুষ। বিপর্যস্ত হয়ে পড়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষিখাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট