1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বদলে গেল গুগল - NEWSTVBANGLA
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম

বদলে গেল গুগল

প্রতিনিধি

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল প্রায় এক দশক পর তাদের বহুল পরিচিত লোগোতে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন ডিজাইনে গুগলের ইংরেজি ‘G’ (জি) লোগোকে আরও রঙিন ও সমন্বিত রূপে উপস্থাপন করা হয়েছে। যেখানে প্রতিষ্ঠানটির সিগনেচার চারটি রঙ — লাল, হলুদ, সবুজ এবং নীল নতুনভাবে একত্রে মিশে গেছে।

নতুন লোগোটির প্রথম ঝলক পাওয়া যায় চলতি বছরের ১১ মে। ওইদিন আইফোনের গুগল সার্চ অ্যাপ হালনাগাদ করার পর অনেক ব্যবহারকারী লোগোর নতুন রূপ দেখতে পান। পরদিন ১২ মে অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল অ্যাপেও বিটা সংস্করণ আপডেটের মাধ্যমে নতুন ডিজাইনটি দেখা যায়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরবর্তী কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে সব ডিভাইসে নতুন লোগো চালু হবে। শুধু মোবাইল অ্যাপ নয়, ওয়েব ব্রাউজারের ট্যাবেও নতুন ‘ফ্যাভিকন’ (ছোট আইকন) হিসেবে এটি প্রতিস্থাপিত হবে।

বর্তমানে বিশ্বজুড়ে আনুমানিক ৫০০ কোটিরও বেশি মানুষ গুগল ব্যবহার করে। তাই গুগলের লোগো শুধু একটি চিহ্ন নয়, বরং এটি একটি গ্লোবাল আইডেন্টিটি — যা প্রযুক্তি, তথ্য ও নিত্যদিনের ডিজিটাল অভিজ্ঞতার প্রতীক হয়ে উঠেছে। ফলে এই লোগোর যেকোনো পরিবর্তনই বৈশ্বিক প্রযুক্তি জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

এর আগে গুগল তাদের লোগোতে সর্বশেষ উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে। তখন প্রতিষ্ঠানটি তাদের ঐতিহ্যবাহী ‘শেরিফ’ টাইপফেস বাদ দিয়ে আধুনিক, ক্লিন ও ডিজিটাল-ফ্রেন্ডলি ‘Product Sans’ ফন্ট বেছে নেয়। সেইসঙ্গে ছোট হাতের ‘g’ বাদ দিয়ে বৃত্তাকারে বড় হাতের ‘G’ আইকন চালু করে, যা পরে গুগলের অ্যাপ ও অন্যান্য পরিষেবার চেহারা বদলে দেয়।

গুগলের ভাষ্য অনুযায়ী, ডিভাইসভিত্তিক ব্যবহারযোগ্যতা, আধুনিক ডিজিটাল পরিবেশ এবং বিভিন্ন ইনপুট মাধ্যমের উপযোগিতা (যেমন — টাচ, টাইপ, ভয়েস) বিবেচনা করেই এই পরিবর্তন আনা হয়েছে।

নতুন লোগোতে চারটি রঙ একত্রে আরও গতিশীলভাবে যুক্ত হয়েছে, যা প্রতিষ্ঠানটির উন্মুক্ততা, বৈচিত্র্য ও প্রযুক্তিগত উদ্ভাবনকে প্রতিফলিত করে। এটি একাধারে উজ্জ্বল, সহজবোধ্য এবং গ্রাহকবান্ধব, যা যেকোনো স্ক্রিনে সমানভাবে মানানসই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট