নিজস্ব প্রতিবেদক,ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়ার প্রকাশিত কবিতার বই ‘মৌনতার কোলাহল’ এর মোড়ক উন্মোচন করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে প্রকাশনী সংস্থা অন্যপ্রকাশ। বইটিতে বঙ্গবন্ধু, স্বাধীনতা, প্রেম বিরহ, করোনা মহামারিসহ বিভিন্ন বিষয়ে ৭০টি কবিতা রয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটির লেখক সম্পদ বড়–য়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান, অন্যপ্রকাশ এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এবং পরিচালক আব্দুল্লাহ নাসের উপস্থিত ছিলেন।

শনিবার , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি