সোমবার , ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২১শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ফের ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ মে, ২০২৫

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে পুনরায় কলেজটির অধ্যক্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক এ কে এম ইলিয়াস তাঁর অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং সংশ্লিষ্ট সকল সুবিধা স্থগিত রেখে এবং অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। চুক্তিভিত্তিক এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরো জানানো হয়, জনস্বার্থে এ আদেশ কার্যকর করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

এছাড়াও প্রয়োজনীয় কার্যার্থে মন্ত্রিপরিষদ বিভাগ, পরিবহন অধিদপ্তর, সরকারি আবাসন পরিদপ্তর, সরকারি মুদ্রণালয়সহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে প্রজ্ঞাপনটির অনুলিপি প্রেরণ করা হয়েছে। অধ্যাপক এ কে এম ইলিয়াসও প্রজ্ঞাপনের অনুলিপি পেয়েছেন বলে নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, অধ্যাপক এ কে এম ইলিয়াস ঢাকা কলেজের অধ্যক্ষ এবং সাত কলেজের সমন্বয়ক হিসেবে আগেও দায়িত্ব পালন করেছেন। ধারণা করা হচ্ছে তাকেই সাত কলেজের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।