প্রকাশ,০৩ জুন ২০১৮
২০০৩ সালের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান রেঞ্জার্স। জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে আজ রোববার সকাল থেকেই দফায় দফায় গুলি চালাচ্ছে তারা। এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্য নিহত হয়েছে।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে গুলি চালাচ্ছে পাকিস্তান।
বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জম্মু আন্তর্জাতিক সীমান্তের আখনুর সেক্টরে ভোরে গুলি শুরু হয়। কোনোরকম প্ররোচনা ছাড়াই চালানো এই গুলিতে বিএসএফের দুই সদস্য গুরুতর আহত হয়।
এই কর্মকর্তা জানান, আহত দুই বিএসএফ সদস্যের একজন সাব সহকারী উপ-পরিদর্শক। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
বিএসএফ কর্মকর্তা বলেন, সীমান্তের ওপার থেকে গুলি অস্ত্রবিরতি চুক্তির লঙ্ঘন করে গুলি করা হয়। এর জবাবে বিএসএফও পাল্টা গুলি করে।
এর আগে গত ২৯ মে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর ডিজিএমও-দের মধ্যে আলোচনায় জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় ২০০৩ সালের অস্ত্রবিরতি চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার ব্যাপারে একমত হয় উভয় দেশ।
২০১৭ সালে ৮৬০টি অস্ত্রবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫ ভারতীয় সেনা নিহত হয়েছে। এ বছরের এ পর্যন্ত ৯০৮টি অস্ত্রবিরতি লঙ্ঘন হয়েছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ১১ সদস্য।
আর পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, ২০১৭ সালে এক হাজার ৮১৩টি অস্ত্রবিরতি লঙ্ঘন হয়েছে। ২০১৮ সালের এ পর্যন্ত অস্ত্রবিরতি লঙ্ঘনের সংখ্যা এক হাজার ৩২১।
অনলাইন ডেস্ক