বৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ফেনীতে পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার তদারকি ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ২২ মামলায় ৯৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) দিনব্যাপী জেলাজুড়ে ৮টি পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এদিন ফেনী শহরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন, তানভীর আহমেদ, সৌভিক রায় ও শামীমা আক্তার।

জানা যায়, বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে এদিন উপজেলা পর্যায়েও অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ফেনী সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা, সোনাগাজীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান, ছাগলনাইয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ ও দাগনভূঁইয়া বাজারে সহকারী কমিশনার শাহীদুল আলম অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা বলেন, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, মূল্যতালিকা প্রদর্শন না করা ও স্থায়ী দোকান থাকা সত্ত্বেও ফুটপাত দখল করে গণউপদ্রব সৃষ্টি করাসহ নানা অপরাধে এ জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।