রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফেনীতে ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, ব্যবসায়ী গুলিবিদ্ধ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

ফেনী সদর উপজেলার কালিদহ স্কুল মাঠে ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কালিদহ বাজারে এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যবসায়ীর নাম জহিরুল ইসলাম (৪০)। তিনি কালিদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি কালিদহ বাজারের মা হার্ডওয়্যার নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালিদহ স্কুল মাঠে ফুটবল খেলায় দুপক্ষের মধ্যে ঝামেলা হয়। এ ঘটনার জের ধরে একদল দুর্বৃত্ত কালিদহ বাজারে এসে ভাংচুর শুরু করে। এ সময় তাদের বাধা দিলে ব্যবসায়ী জহিরুল ইসলামকে গুলি করে আহত করেন তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতের চাচাতো ভাই তাজুল ইসলাম বলেন, দুইদল কিশোর খেলা নিয়ে কালিদহ স্কুল মাঠে মারামারি করেন। পরে এটির জের ধরে তাদের কোনো একপক্ষের বড় ভাইরা এসে বাজারে হামলা শুরু করে। এতে জহির বাধা দিলে তার নাভির নিচে গুলি করেন তারা। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. দাউদ বলেন, আহতের নাভির নিচের অংশে রক্তাক্ত ক্ষতের চিহ্ন দেখা গেছে। ক্ষত চিহ্নের আশপাশে নখের দাগ ছিল। আহত ব্যক্তির দাবি তাকে গুলি করা হয়েছে। সেজন্য প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।