সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩১ জুলাই) এ ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

তারা বলেছে নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের কোনো ভিসা দেওয়া হবে না।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ফিলিস্তিন অথরিটি এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন তাদের প্রতিশ্রুতি রক্ষা না করায় এবং শান্তি প্রচেষ্টাকে ক্ষুন্ন করায়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থ বিবেচনা করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”

বিবৃতিতে মার্কিনিরা আরও বলেছে, ফিলিস্তিন অথরিটি এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন ১৯৮৯ সালের পিএলও আইন এবং ২০০২ সালের মধ্যপ্রাচ্য শান্তি প্রতিশ্রুতি আইন মান্য করেনি। যারমধ্যে রয়েছে, দখলদার ইসরায়েলকে তাদের অপকর্মের জন্য আন্তর্জাতিক আদালতের মুখোমুখির চেষ্টা করা, কথিত সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়া এবং কথিত সন্ত্রাসী এবং তাদের পরিবারের সদস্যদের অর্থ সহায়তা দেওয়া।”

বিস্তারিত আসছে…