রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে সড়কে প্রাণ গেল মৎস্যজীবী লীগ নেতার

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ জুন, ২০২৪

নিহত মৃদুল কাজী বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাসী গ্রামের বাসিন্দা। তিনি বোয়ালমারী ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি ছিলেন। মৃদুল কাজী একটি পাটকলের পিকআপ চালাতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মৃদুল কাজী মোটরসাইকেল চালিয়ে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার এলাকার দিকে যাচ্ছিলেন। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির বনচাকী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং মোটরসাইকেলচালক মৃদুল কাজী গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাকিলা আজাদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল  ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।