সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে আবাসিক হোটেল থেকে ১৬ তরুণ-তরুণী আটক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ মে, ২০২৪

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে জনতার মোড় এলাকায় হোটেল গার্ডেন ভিউতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১০ জন তরুণী ও ৬ জন তরুণকে আটক করা হয়। পরে তাদের অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।

কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামানে বলেন, অসামাজিক কার্যকলাপের যুক্ত থাকার অভিযোগে ১৬ জন তরুণ-তরুণীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।