রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রাক্তন স্ত্রী শেফালির মৃত্যুতে স্মৃতিচারণা হরমিতের

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ জুন, ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জরিওয়ালার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। মাত্র ৪২ বছর বয়সে এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। ইন্ডাস্ট্রির অনেকেই শেফালির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবার সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন শেফালির প্রাক্তন স্বামী জনপ্রিয় গায়ক হরমিত সিং।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, হরমিত বর্তমানে ইউরোপে থাকায় স্ত্রীর শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেননি। তবে সেখান থেকেই তিনি শেফালির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত স্মৃতি হয়ে থাকবে। এই স্মৃতি সারা জীবন যত্ন করে রেখে দেব নিজের কাছে। তোমার মৃত্যু আমাকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছে।’
দাম্পত্য সম্পর্ক না থাকলেও শেফালির মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত বলে জানিয়েছেন হরমিত। তার কথায়, ‘খুব তাড়াতাড়ি পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি শেফালির আত্মা যেন শান্তি পায়।’

প্রসঙ্গত, ২০০৪ সালে শেফালি এবং হরমিত বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তখন শেফালির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তার দুই বছর আগেই মুক্তি পেয়েছিল ‘কাঁটা লাগা’ গানটি যা তাকে রাতারাতি তারকা বানিয়েছিল। যখন শেফালির ক্যারিয়ার মধ্যগগনে ঠিক তখনই হরমিতের সঙ্গে তার পরিচয় হয়। তবে তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি।