রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রাইভেটকারসহ ফেন্সিডিল উদ্ধার; ৬ মাদক কারবারি আটক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।

আটককৃতরা হলো- মোঃ শরিফুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান পলাশ, মোঃ ওমর ওরফে ফারুক, শ্রী সুভাষ কুমার, মোঃ আজিজুল হক ওরফে গেদু ও মোঃ সায়েম।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন ডিএমপি নিউজকে জানান, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) শিয়া মসজিদের সামনে ও পিসি কালচার হাউজিং সোসাইটির ২নং গেটের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি জানান, আটককৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।