সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রবীণ শিক্ষাবিদ হুমায়ুন কবিরের ইন্তেকাল

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

দেশের সাবেক এক প্রবীণ ক্যাডেট কলেজ শিক্ষক অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী আজ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ….  রাজেউন)। তার বয়স হয়েছিল ৯০। মরহুমের পরিবারের একজন সদস্য জানান, ‘তিনি আজ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের  নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
হুমায়ুন কবির ১৯৬০-এর দশকের গোড়ার দিকে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হিসেবে অধ্যাপনা পেশা শুরু করেন এবং ১৯৯১ সালে কুমিল্লা ক্যাডেট কলেজের জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে অবসরে যান।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং বহু সংখ্যক ছাত্র রেখে গেছেন, যারা পরবর্তী জীবনে দেশ-বিদেশে বেসামরিক ও সামরিক বিভিন্ন পেশায় উচ্চ পদে দায়িত্ব¡ পালন করেন।
পরিবারের সদস্যরা জানান, নামাজে জানাজাসহ যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে আজ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে পৈতৃক বাড়িতে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। ঢাকার উত্তরার পাঁচ নাম্বার সেক্টর জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এখানে তিনি জীবনের শেষ বছরগুলো কাটান।
পরিবারের সদস্যরা মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।