বুধবার , ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রাজশাহীতে ৬৬ মেধাবী শিক্ষার্থী ট্যাব পেয়েছেন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

নগরীর নয়টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার নবম এবং দশম শ্রেণির মোট ৬৬ জন শিক্ষার্থীকে তাদের নিজ নিজ চমৎকার ফলাফলের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ট্যাব উপহার দেয়া হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ট্যাবগুলো উপহার হিসেবে দেয়া হয়।
ডিসি আবদুল জলিলের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারিয়া পেরেরা এবং জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক কাজল রেখা শিক্ষার্থীদের মধ্যে ট্যাবগুলো বিতরণ করেন।
অনুষ্ঠানে ডিসি আবদুল জলিল বলেন, ট্যাবগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের উপহার হিসেবে দিয়েছেন। শিক্ষার্থীরা ক্লাসে চমৎকার ফলাফল করায় আধুনিক ডিভাইসগুলো তারা পেয়েছে। তিনি আরও বলেন, শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের ওপর নজর রাখবেন।
ট্যাবগুলো শিক্ষার্থীদের যথাযথভাবে জ্ঞান অর্জনে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।