চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সাদা পোশাকের এই সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
লম্বা সময় পর টেস্ট দলে সুযোগ পেলেন শাই হোপ ও জন ক্যাম্পবেল। আর এই সিরিজ দিয়ে প্রথমবার লাল বলের দলে ডাক পেলেন ব্র্যান্ডন কিং, কেভলন অ্যান্ডারসন, ইয়োহান লেইন।
ক্যারিবিয়ান এই দলে জায়গা পাননি অভিজ্ঞ পেসার কেমার রোচ। এ ছাড়া সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন জশুয়া ডি সিলভা, আলিক আথানেজ, আমির জাঙ্গু, কাভেম হজ, গুড়াকেশ মোতি, কেভিন সিনক্লেয়ার।