শুক্রবার , ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

প্রত্যেক মাসে মেট্রোরেল পরিচালনা করতে বিদ্যুৎ লাগে ৬ কোটি টাকা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

বর্তমানে মেট্রোরেল পরিচালনা করতে প্রত্যেক মাসে ৬ কোটি টাকার বিদ্যুৎ প্রয়োজন হয় বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উত্তরায় মেট্রোরেলের ডিপোতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে এক মতবিনিময়ে সভায় এ কথা জানান ডিএমটিসিএলের পরিচালক (অর্থ ও হিসাব) মো. আফতাবুজ্জামান।

তিনি বলেন, বিদ্যুৎ বিল আমাদের এখন মাসে প্রায় ছয় কোটি টাকার মতো যায়। আর ম্যানপাওয়ার এবং আনুষঙ্গিক খরচে যায় ছয় কোটি টাকার মতো। ম্যানপাওয়ারে ভাগ আছে। একটা অংশ হচ্ছে কোম্পানির, আরেকটা হচ্ছে প্রজেক্টের। প্রজেক্টের ম্যানপাওয়ারের বেতন প্রজেক্ট থেকে দেওয়া হয়, কোম্পানির ম্যানপাওয়ারের বেতন কোম্পানি থেকে দেওয়া হয়।

ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, আমাদের মূল খরচটাই হয় বিদ্যুৎ বিলে। বর্তমানে দৈনিক গড়ে প্রায় তিন লাখ যাত্রী মেট্রোরেলের সুবিধা ভোগ করছেন। তাদের আনা নেওয়া করতে শুক্রবার ছাড়া অন্যান্য দিন ২০০ বার মেট্রোরেল চলাচল করে। আর শুক্রবার চলাচল করে ৬০ বার। একটি ট্রেনে সর্বোচ্চ ২ হাজার ৩০৮ জন চড়তে পারেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ, মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন, রিপোর্টাস ফর রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. তাওহীদুল ইসলাম, সহ-সভাপতি পার্থ সারথি দাস এবং নির্বাহী কমিটির সদস্য মুনিমা সুলতানা। এসময় রিপোর্টাস ফর রেল অ্যান্ড রোডের প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন মেট্রোরেলের বিভিন্ন লাইনের প্রকল্প পরিচালকরা।