রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রতীকী হেলিকপ্টারে শেখ হাসিনার পালানোর মুহূর্ত উদযাপন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

গত বছরের এই দিনে (৫ আগস্ট) দেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় অধ্যায়ের সূচনা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে গণভবন ত্যাগ করে ভারতে পালিয়ে যান৷ সেই দিনের বর্ষপূর্তিতে ‘জুলাই পুণর্জাগরণ’ উদযাপনে প্রতীকী হেলিকপ্টারে শেখ হাসিনার পালানোর মুহূর্ত উদযাপন করা হয়েছে।

আজ (মঙ্গলবার) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানে কয়েকশত ‘বেলুন হেলিকাপ্টার’ আকাশে উড়িয়ে দেওয়া হয়৷ বেলুনগুলো আকাশে উড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত জনতা।

আয়োজকদের দাবি, দেশকে দুঃশাসন থেকে মুক্ত করার এক ঐতিহাসিক দিন ৫ আগস্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়েই এ দেশে একটি নতুন যুগের সূচনা হয়।”

অনুষ্ঠানে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় শুরু হয় মূল আয়োজন।