শনিবার , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

প্রকাশ পেল ইকরাম কবীরের ‘খুদে গল্পের বই’

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো সময়ের শক্তিমান লেখক ইকরাম কবীরের নতুন গল্পগ্রন্থ ‘খুদে গল্পের বই’র প্রকাশনা আড্ডা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) এ প্রকাশনা আড্ডা অনুষ্ঠিত হয়।
আজব প্রকাশ থেকে প্রকাশিত বইটির এই প্রকাশনা আড্ডায় উপস্থিত থেকে নিজেদের বক্তব্য প্রকাশ করেন কথাসাহিত্যিক মোজাফফর হোসেন, হাইকেল হাশমী ও শাকুর মজিদ। অনুষ্ঠানের প্রথম পর্বে ‘খুদে গল্পের বই’ নিয়ে আলোচনা করেন বক্তারা। পরবর্তীতে নিজের লেখার যাত্রা নিয়ে কথা বলেন ইকরাম কবীর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশক জয় শাহরিয়ার। পরে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রকাশিত বই থেকে একটি খুদে গল্প পড়ে শোনান লেখক ইকরাম কবীর। পরে প্রশ্নোত্তর পর্বে পাঠক ও উপস্থিত শ্রোতাদের নানা প্রশ্নের উত্তর দেন লেখক। অনুষ্ঠানের দুই পর্ব সঞ্চালনা করেন যথাক্রমে এহসান সামাদ ও ফারহান আবিদ।